Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.
Amader kotha
পৃথিবীর শুরু লগ্ন হতে শিক্ষার গুরুত্ব অপরিসীম। যে জাতি যত শিক্ষিত হয় বাস্তব জীবনে সে জাতি তত সমৃদ্ধ হয়ে উঠে। অপর দিকে এই শিক্ষার সাথে সঠিক মানবতার শিক্ষাও খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সমাজে আজ নৈতিক অবক্ষয়ের যে ব্যাপক ঢল শুরু হয়েছে তার মূল কারণ হলো, আমাদের দেশে প্রচলিত ধর্ম বিবর্জিত বস্তুবাদী শিক্ষা ব্যবস্থা। বস্তুবাদী শিক্ষা একজন শিশুর অন্তর থেকে আখেরাতমুখী চেতনা বিলীন করে দিয়ে তাকে শুধুই বৈষয়িক লাভের প্রতি আকৃষ্ট করে। অপর দিকে আত্মসচেতন ও অভিজাত শ্রেণী ধর্মীয় শিক্ষার তীব্র চাহিদা অনুভব করা সত্ত্বেও উপযুক্ত পরিবেশের অভাবে নিজ সন্তানকে ধর্মীয় শিক্ষা দিতে পারছেন না। তাই “সমন্বিত শিক্ষা – সুরক্ষিত আগামী” এই স্লোগানকে সামনে রেখে আমরা শিক্ষা নগরী ময়মনসিংহে এমন এক আগামী গড়তে নিয়মিত পরিশ্রম করে যাচ্ছি যেখানে শিক্ষিত মহল- ডাক্তার, ব্যাংকার, ইঞ্জিনিয়ার, লয়ার, প্রফেসর, সমাজ সেবক, সমাজপতি, প্রশাসক নির্বিশেষে সকলেই কোরআন পড়তে পারবে, হাদিসের কথা জানবে, হালালকে হালাল জানবে, হারামকে হারাম জানবে, সুন্নত তরীকায় নামাজ পড়বে, রাসুলের আদর্শে জীবন গড়বে; যার দ্বারা সমাজ একটি জান্নাতের টুকরো হয়ে উঠবে ইনশাআল্লাহ। এমন একটি সমাজের জন্য আপনার সহযোগীতা আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ। আপনার প্রতি আমাদের দাওয়াত হলো, আপনিও সেই জান্নাতি পরিবেশের একটি অংশ হোন, আপনার সন্তান ডাক্তার-ইঞ্জিনিয়ার, ব্যাংকার, লয়ার, প্রফেসর, সমাজ সেবক, সমাজপতি, প্রশাসক হওয়ার সাথে সাথে কোরআনে পাকের হাফেজ হবে, রাসুলের হাদিস জানবে, মাওলানা ও মুফতি হবে; যা আপনার পরকালের একমাত্র মুক্তির মাধ্যম হবে। তাই আপনার সন্তানকে আধুনিক শিক্ষার সাথে দ্বীনি শিক্ষা দিতে সচেষ্ট হোন, আর আপনার সেই চেষ্টা পূরণ করতেই আমাদের সকল আয়োজন। “উদয় ইসলামিক মডেল স্কুল”-এ শিশু শ্রেণি হতে পঞ্চম শ্রেণি পর্যন্ত একটি কার্যকরী ও পরীক্ষিত শিক্ষা সিলেবাসের মাধ্যমে পাঠ দান করা হচ্ছে যার দ্বারা একটি বাচ্চা পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়লে কুরআনে পাকের হাফেজ হয়ে যাবে ইনশা আল্লাহ। অতিশীঘ্রই এই সিলেবাসকে অনার্স পর্যন্ত উন্নীত করা হবে যেখানে একজন শিক্ষার্থী অনার্স সম্পন্ন করার সাথে সাথে ইফতা (ইসলামিক আইন গবেষণা) অনুষদ সম্পন্ন করবে । আমাদের দৃঢ় বিশ্বাস “উদয় ইসলামিক মডেল স্কুল”-এর সমন্বিত শিক্ষা ব্যবস্থায় পড়ে শিক্ষার্থী তাদের অর্জিত জ্ঞান দ্বারা স্বপ্নের সেই জান্নাতী সমাজ উপহার দিতে পারবেন ইনশাআল্লাহ।